- সারাদেশ
- সিলেটে করোনা আক্রান্ত ২ হাজার ছাড়াল
সিলেটে করোনা আক্রান্ত ২ হাজার ছাড়াল

সিলেট বিভাগের চার জেলার মধ্যে ‘হটস্পট’ সিলেট জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
এই জেলায় বুধবার নতুন করে আরও ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১৭ জন।
এদিন সুনামগঞ্জ জেলায় ৩০ জন, হবিগঞ্জ জেলায় ২৯ জন ও মৌলভীবাজার জেলায় ১০ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এতে পুরো বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৭৭৩ জন। এদিন কুমিল্লার একজনেরও করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল জানিয়েছেন, ওসমানী মেডিকেল কলেজে নতুন শনাক্ত ৬৪ জন নগরী ও সদর উপজেলার বাসিন্দা। গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজারের একজন করে এবং বিশ^নাথের ৪ জন ও কানাইঘাটের ২ জন রয়েছে।
এছাড়া ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার মৌলভীবাজারের একজন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ১ জন ও কুমিল্লার একজন রয়েছেন। এই পাঁচজন সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে সুনামগঞ্জের ২৮ জনের করোনা শনাক্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক। ওসমানীর দুইজনকে নিয়ে সুনামগঞ্জে ৮৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
একই দিন ঢাকার ল্যাব থেকে হবিগঞ্জে আরও ২৮ জনের করোনা শনাক্তের তথ্য পাওয়া গেছে বলে জানান জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান। এছাড়া ওসমানীতে শনাক্ত হওয়া একজনকে নিয়ে হবিগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯৩ জন।
এদিকে ঢাকা ল্যাবে নমুনা পরীক্ষায় বুধবার মৌলভীবাজারে ৯ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ। এরপর রাতে ওসমানীর ল্যাবে আরেকজন শনাক্ত হওয়ার পর মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, এদিন পুরো বিভাগে করোনায় কেউ মারা যাননি। ফলে মোট মৃতের সংখ্যা ৬০ জন রয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮১৪ জন এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৭০ জন।
মন্তব্য করুন