মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উচ্চমান সহকারী মো. দুলাল শিকদার (৫২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুন্সীগঞ্জ পুলিশ বিভাগে করোনায় এটিই প্রথম মৃত্যু। 

পুলিশ সূত্র জানায়, মুন্সীগঞ্জে কর্মরত অবস্থায় গত ১৮ জুন তার করোনাভাইরাস শনাক্ত হয়। অবস্থা্র অবনতির কারণে তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসাপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে অবস্থার আরও অবনতি হলে রাত ১০টার দিকে লাইফ সার্পোটে নেওয়া হয়।  সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গ্রামের বাড়ি পিরোজপুরের কাঁঠালিয়ায় তাকে দাফন করা হবে। 

দুলাল শিকদারের মৃত্যুতে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন শোক জানিয়েছেন।