- সারাদেশ
- লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু
লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন ১৫ জন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, সদর উপজেলার হাসন্দি এলাকার ৭০ বছরের ওসমান গণি ও একই উপজেলার ভবানীগঞ্জ এলাকার ৬৫ বছরের স্কুল শিক্ষক নাজির উল্যা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন।
এ পর্যন্ত করোনা উপসর্গে ৫৭ জন মারা গেলেও তাদের নমুনা সংগ্রহের পর ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর দুইজন করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, করোনায় আক্রান্তের সংখ্যা ও উপসর্গে মারা যাওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে এলাকায় রেডজোন হিসেবে লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলার চারটি পৌরসভা এবং ১১টি ইউনিয়নে লকডাউন চলছে। এছাড়া প্রতিদিনই দীর্ঘ হচ্ছে কোভিড-১৯ এর আক্রান্ত তালিকা।
গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭৫৯।
মন্তব্য করুন