- সারাদেশ
- পিরোজপুরে পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু
পিরোজপুরে পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরে পিকআপের চাপায় ৭৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে পিরোজপুর-খুলনা সড়কের বলেশ্বর ব্রিজের টোল ঘর এলাকায় এ ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, বাগেরহাট থেকে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান বলেশ্বর ব্রিজ পার হয়ে টোল ঘরের দিকে যাচ্ছিল। এসময় পিকআপ ভ্যানটি ওই বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থরৈ তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহউদ্ধার করে।
মন্তব্য করুন