- সারাদেশ
- দশমিনায় ইউএনওর স্বামীরও করোনা শনাক্ত
দশমিনায় ইউএনওর স্বামীরও করোনা শনাক্ত

পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস ও তার ৫ বছরের শিশু সন্তানের করোনা শনাক্তের পর তার স্বামী মাইনুল হাসানেরও করোনা শনাক্ত হয়েছে। মাইনুল পরিকল্পনা মন্ত্রণালয়ের মেইন্টেনেইনস ইঞ্জিনিয়ার (প্লানিং ডিভিশন) হিসেবে কর্মরত রয়েছেন।
দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে মাইনুল হাসানের করোনা পজিটিভ ফল হাতে পায় দশমিনা হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তারা সবাই হোম আসোলেশনে রয়েছেন।
এর আগে গত ২০ জুন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস ও তার শিশু সন্তানের করোনা শনাক্ত হয়।
মন্তব্য করুন