কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় লিমা মোল্ল্যা (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। 

শনিবার সকাল ১০টার দিকে যশোর সড়কের মল্লিকনগর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

লিমা বলিদাপাড়া গ্রামের লিটন মোল্ল্যার মেয়ে এবং বলিদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লিমা সকালে মল্লিকনগর বাজারের ব্রিজের কাছে দাঁড়িয়ে ছিল। এ সময় যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার পাশেই খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিমাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।