নাটোরের আহমেদপুরে ট্রাকচাপায় রনজা বেগম (৬৫) নামে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সৈয়দের মোড় এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রনজা বেগম জেলার গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মৃত ওবায়দুর রহমানের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় , শুক্রবার সন্ধ্যায় মানসিক প্রতিবন্ধী ওই নারী সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।