ঈশ্বরদীতে পিকআপ উল্টে গিয়ে খুলনার এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। 

শনিবার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-পাকশী মহাসড়কের মুন্নার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শেখ শহিদ আলী (৩৭) জেলার সোনাডাঙ্গা উপজেলার সোলাইমান নগরের শেখ সুবিদ আলীর ছেলে এবং যুবলীগের যুগ্ন আহবায়ক ছিলেন।

পাকশী হাইওয়ে পুলিশের ওসি আব্দুল হাকিম জানান, মুন্নার মোড়ে একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চালকের পাশে বসে থাকা গাড়ির মালিক শেখ শহিদ আলী ঘটনাস্থলেই মারা যান।