ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূকে (২৮) গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত জসিম শেখ (২৪)  নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জসিম উপজেলার কালিনগর গ্রামের ছালাম শেখের ছেলে।

এর আগে শুক্রবার রাতে ধর্ষণের শিকার ওই নারীর পিতা বাদী হয়ে বোয়ালমারী থানায় ৩ জনের নাম উল্লেখপূর্বক আরও ২/৩জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
 
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধু তার স্বামী ও দেবরের সাথে আত্মীয় বাড়ি থেকে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী ভ্যানটি কালিনগর কালিবাড়ি এলাকায় পৌঁছলে স্বামী ও দেবরের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তখন দেবর ভ্যান থেকে নেমে যান। এ সময় ওৎ পেতে থাকা ৪/৫ যুবক হাজির হয়ে দেবরের সাথে ওই গৃহবধুর ছবি তুলে ব্লাকমেইল করে অর্থ দাবি করে। এক পর্যায়ে ওই নারীকে রাস্তার পাশে ঝোপের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই নারীর স্বামীর  চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. আহাদুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি জানান, ইতিমধ্যে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।