- সারাদেশ
- বগুড়ায় করোনায় একজন, উপসর্গে আরেজনের মৃত্যু
বগুড়ায় করোনায় একজন, উপসর্গে আরেজনের মৃত্যু

প্রতীকী ছবি
বগুড়ায় করোনায় মুজাহিদুল ইসলাম নামে (৫৫) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি শহরের মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান। তিনি করোনার উপসর্গ নিয়ে ২০ জুন ভর্তি হয়েছিলেন বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.খায়রুল বাশার মোমিন।
মুজাহিদুল ইসলামের বাড়ি জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায়। তিনি গাজিপুরে একটি ডায়িং হাউসের ম্যানেজার ছিলেন। তিনি করোনা পজিটিভ ছিলেন বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে শনিবার দুপুর ১২টার দিকে ফরিদ উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি শহরের রাজাবাজারের একজন ব্যবসায়ী। তার বাড়ি শহরতলীর ছোট কুমিড়া এলাকায়।
ফরিদ উদ্দিন করোনা উপসর্গ নিয়ে শনিবার সকালে ভর্তি হয়েছিলেন বলে জানান মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা.খায়রুল বাশার মোমিন।
মন্তব্য করুন