- সারাদেশ
- চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম -ফাইল ছবি
করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।
বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন সালাম। করোনা উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তির আগেই তিনি পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। শনিবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি চমেকের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, সালামের শারীরিক অবস্থা ভালো। তবে আগে থেকেই তার গ্যাস্ট্রোলিভারের সমস্যা ছিল।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, এমএ সালাম শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোভিড-১৯ পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। সালামকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন