ব্রাহ্মণবাড়িয়ায় একটি রিভলবারসহ মোজাম্মেল হাসান শুভ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে জেলা শহরের পীরবাড়ি মৌবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে শহরের কান্দিপাড়া এলাকার মো. মাইন উদ্দিন এর ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শুভকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল  থানায় মামলা হয়েছে।