- সারাদেশ
- নিখোঁজ কিশোরীর অর্ধগলিত লাশ পড়ে আছে খালে
নিখোঁজ কিশোরীর অর্ধগলিত লাশ পড়ে আছে খালে

নিখোঁজের চার দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাইজু বেগম (১৬) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের লম্বাহাটি পাড়ার একটি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ওই কিশোরী উপজেলার ধরমন্ডল গ্রামের চুন্নু মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানান গেছে, ওই কিশোরী গত চারদিন নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায় নি। শনিবার সকালে স্থানীয় লোকজন ওই কিশোরীর বাড়ির পাশে খালের পানিতে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে।
নাসিরনগর থানা ওসি কবির হোসেন জানান, চার দিন খালের পানিতে পড়ে থাকায় মরদেহের সারা শরীরে পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
মন্তব্য করুন