রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৪৩৩ কোটি টাকার বাজেট পাস হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়। 

এদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ। তিনি বলেন, সিন্ডিকেটে সবমিলিয়ে ৪৩২ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার বাজেট পাস হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক আফসার আলী জানান, পূর্বের বছরের (চলতি বছর) ৮ কোটি ৫৭ লাখ টাকা সম্পূরক মিলিয়ে সংশোধিত বাজেটের পরিমাণ ৪৩২ কোটি ৯২ লক্ষ টাকা। যা পূর্বে ছিলো ৪২৪ কোটি ৩৫ লক্ষ টাকার মতো। এ বছর গবেষণা খাতে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে; যা মোট বাজেটের মাত্র ১.১৫৪ শতাংশ।

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে বারির বাজেট ছিল ৪২৪ কোটি ১৫ লাখ টাকা।