- সারাদেশ
- আখাউড়ার ইউএনও করোনায় আক্রান্ত
আখাউড়ার ইউএনও করোনায় আক্রান্ত

তাহমিনা আক্তার রেইনা- ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. রাশেদুর রহমান জানান, করোনার উপসর্গ দেখা দেওয়ায় ইউএনও শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা দিতে যান। রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে আসে।
ডা. রাশেদুর আরও জানান, ইউএনও রেইনা বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।
জানা গেছে, ইউনএও কার্যালয়ের একজন কর্মচারীরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
মন্তব্য করুন