- সারাদেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সংবাদপত্রবাহী মাইক্রোবাসের চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সংবাদপত্রবাহী মাইক্রোবাসের চালক নিহত

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংবাদপত্রবাহী মাইক্রোবাসের সাথে একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে রাজু আহমেদ (৩৫) নামে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জশানিয়া গ্রামের মো. মোস্তফা আহমেদের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড পুলিশ ফাঁড়ির ওসি মো. মনিরুজ্জামান বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টায় সংবাদপত্রবাহি মাইক্রোবাসটি ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক রাজু আহমেদ মারা যান।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজু আহমেদের লাশ হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে নিহত রাজু আহমেদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন