- সারাদেশ
- শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় রাশেদুল ইসলাম নামে আট বছরের একটি শিশু মারা গেছে। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আয়রা গ্রামের মজনু মিয়ার ছেলে রাশেদুল।
শনিবার উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শিশু রাশেদুল ইসলাম মহাসড়কের পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল। এসময় বগুড়াগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
মন্তব্য করুন