- সারাদেশ
- কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

ফাইল ছবি
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজনসহ গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে হারুন অর রশীদ (৬৩)। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- জেলার বুড়িচং উপজেলার বারবী মিয়ার ছেলে আলমগীর হোসেন (৬০), সদর দক্ষিণের সেকান্দর মিয়ার ছেলে মোসলেম উদ্দিন (৬৫) এবং আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকার ইকবাল মজুমদারের ছেলে তানভীর মজুমদার (৪০)।
মন্তব্য করুন