কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজনসহ গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।  

কুমেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে হারুন অর রশীদ (৬৩)। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- জেলার বুড়িচং উপজেলার বারবী মিয়ার ছেলে আলমগীর হোসেন (৬০), সদর দক্ষিণের সেকান্দর মিয়ার ছেলে মোসলেম উদ্দিন (৬৫) এবং আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকার ইকবাল মজুমদারের ছেলে তানভীর মজুমদার (৪০)।