- সারাদেশ
- কিশোরগঞ্জে আরও ২৫ জনের করোনা শনাক্ত
কিশোরগঞ্জে আরও ২৫ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
কিশোরগঞ্জে নতুন করে আরও ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনিবার জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৬ জন। মারা গেছেন ২২ জন।
কিশোরগঞ্জে কভিড-১৯ রোগি প্রতিদিনেই বেড়েই চলছে। সর্বশেষ আজ শনিবার ২৭ জুন পাওয়া রিপোর্টে জেলায় নতুন করে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৬ জুন পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৩১৭ জন। শনিবার ২৭ জুন নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪২ জনে। এছাড়া মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৬ জন। মারা গেছেন ২২ জন।
বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত ২ জন করোনা পজিটিভসহ জেলায় মোট ৭৫৬ জন করোনা রোগী এবং ৫ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান শনিবার বিকেলে এসব তথ্য জানান।
তিনি জানান, প্রাপ্ত ১৫৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে মোট ২৫ জনের পজিটিভ ও ১২৯ জনের নেগেটিভ এসেছে। এ ছাড়া পুরাতন কোভিড-১৯ পজেটিভ ৪ জনের আবারও পজেটিভ এসেছে। নতুন করোনা শনাক্ত হওয়া এই ২৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, পাকুন্দিয়া উপজেলায় সর্বোচ্চ ৯ জন, নিকলী উপজেলায় ২ জন, বাজিতপুর উপজেলায় ৬ জন, ইটনা উপজেলায় ১ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।
মোট ১৩৪২ জনের মধ্যে উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ২৬৯ জন, হোসেনপুর উপজেলার ২৮ জন, করিমগঞ্জ উপজেলায় ৯০ জন, তাড়াইল উপজেলায় ৭২ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৬৩ জন, কটিয়াদী উপজেলায় ৭০ জন, কুলিয়ারচর উপজেলায় ৯১ জন, ভৈরব উপজেলায় ৪৮৪ জন, নিকলী উপজেলায় ২২ জন, বাজিতপুর উপজেলায় ৮৮ জন, ইটনা উপজেলায় ২৬ জন, মিঠামইন উপজেলায় ৩০ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৯ জন এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট ২২ জন মারা গেছেন।
সচেতন নাগরিক কমিটির সদস্য এ্যাডভোকেট মায়া ভৌমিক জানান, স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিন করোনা রোগী রাড়ছে। গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে করোনা। হাট-বাজার, দোকান-পাটে মাস্ক পর্যন্ত পরছেন না লোকজন। যা ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন