- সারাদেশ
- চট্টগ্রামে তিন ছিনতাইকারী গ্রেফতার
চট্টগ্রামে তিন ছিনতাইকারী গ্রেফতার

গ্রেফতারকৃত তিন ছিনতাইকারী- সমকাল
চট্টগ্রামে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। শনিবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হচ্ছেন-কুমিল্লার মুরাদনগর থানার রঘুরামপুর শহীদ চেয়ারম্যান বাড়ির নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন, দেবিদ্বার থানার নোয়াকান্দি গ্রামের মো. ফয়েজ মিয়ার ছেলে মো. ইমন ও কক্সবাজারের কুতুবদিয়া থানার চানমিয়া পাড়ার নুরুল আলমের ছেলে নুরুল আমিন।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, গত ২৫ জুন রাতে সাইকেলে করে মুরাদপুরের কর্মস্থল থেকে পটিয়া বোনের বাড়িতে যাচ্ছিলেন জাবেদুল আলম। কর্ণফুলী সেতু এলাকায় পৌঁছালে রাস্তার পাশে অন্ধকারে ঘাপটি মেরে থাকা তিনজন ছিনতাইকারী তাকে ঝাপটে ধরে মারধর করে। ছুরি ঠেকিয়ে তার কাছ থেকে মোবাইল ও বেতনের পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরদিন বাকলিয়া থানায় মামলা দায়ের করেন তিনি। মামলা পাওয়ার পর অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জাবেদুল আলমের মোবাইলটি উদ্ধার করা হয়েছে।
একই চক্রের সদস্য মো. হাসান, মো. ইকবাল ও মো. জুয়েলকেও গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটি নগরের বিভিন্ন জায়গায় ছিনতাই করে বেড়ায় বলেন ওসি।
মন্তব্য করুন