মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ঠিকাদার। শনিবার সন্ধ্যায় নগরের রেলওয়ের ঠিকাদার সানাউল হক বাদী হয়ে খুলশী থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- মহানগর ছাত্রলীগের অর্থ সম্পাদক হাসানুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক সুজন বর্মন, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু ও ছাত্রলীগ কর্মী আয়াত উল্লাহ। 

গত ২৫ জুন রেলওয়ের টেন্ডারের স্যাম্পল দিতে যাওয়ার সময় পাঁচ শতাংশ কমিশন না দেওয়ায় মারধর, টাকা ছিনিয়ে নেওয়া ও হত্যার হুমকির অভিযোগ এনেছেন ঠিকাদার সানাউল হক। এ প্রসঙ্গে খুলশী থানার ওসি প্রনব চৌধুরী সমকালকে বলেন, ‘একজন ঠিকাদার অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার বাদী সানাউল হক বলেন, ‘গত বৃহস্পতিবার পাহাড়তলীতে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে ট্রেনের সার্টার কেনার টেন্ডারের স্যাম্পল জমা দেওয়ার শেষ দিনে আমিসহ অনেকে যায়। এ সময় আগে থেকে চাঁদা দাবি করে আসা চিহ্নিত সন্ত্রাসীরা আমাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে। স্যাম্পল কেড়ে নেয়। আমার ব্যাগে থাকা এক লাখ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমাকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। পরে আমার সাথে যারা ছিলেন, তারা  হেল্পলাইন ৯৯৯-এ ফোন করলে খুলশী থানা পুলিশ এসে আহত অবস্থায় আমাকে উদ্ধার করে। হাসপাতালে দুদিন চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’