সিলেট বিভাগের তিন জেলায় নতুন করে আরও ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সিলেট জেলায় সর্বোচ্চ ১১০ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া সুনামগঞ্জে ৩৪ জন ও মৌলভীবাজারে ৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে এই বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২০৬ জন।

নতুন আক্রান্তদের নিয়ে সিলেট জেলায় মোট ২ হাজার ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সুনামগঞ্জে ৯৬১ জন ও মৌলভীবাজারে ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই বিভাগের অপর জেলা হবিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৫৩৭ জন। চার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৭ জন।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনিবার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, নমুনা পরীক্ষায় ১০৭ জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে ১০১ জন সিলেট জেলার, ৪ জন মৌলভীবাজারের ও ২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এ দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, এদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জ জেলার এবং ৯ জন সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৯৮০ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন। হবিগঞ্জ ও মৌলভীবাজারে নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হলেও শনিবার কোন রিপোর্ট আসেনি।