- সারাদেশ
- সালথায় ননএমপিও শিক্ষক-কর্মচারিদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ
সালথায় ননএমপিও শিক্ষক-কর্মচারিদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই প্রণোদনা বিতরণ করা হয়-সমকাল
করোনার ছোবলে চরম আর্থিক সঙ্কটে পড়া ফরিদপুরের সালথায় বেসরকারি প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের এককালীন আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার। প্রতিজন শিক্ষক এবং কর্মচারিকে যথাক্রমে ৫০০০ এবং ২৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই প্রণোদনা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়েরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারিরা।
মন্তব্য করুন