- সারাদেশ
- চট্টগ্রামে মেহেদী হত্যার আসামি সাদ্দাম গ্রেপ্তার
চট্টগ্রামে মেহেদী হত্যার আসামি সাদ্দাম গ্রেপ্তার

মো. গোলাম রসূল প্রকাশ সাদ্দাম ও জব্দকৃত অস্ত্র
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকার যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার প্রধান আসামি মো. গোলাম রসূল প্রকাশ সাদ্দামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শেরশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম নোয়াখালী জেলার সেনবাগ বালিয়াকান্দি এলাকার গোলাম মোস্তফার ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, শেরশাহ এলাকায় অভিযান চালিয়ে একটি এলজিসহ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
নগরের বিভিন্ন থানায় সাদ্দামের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন