- সারাদেশ
- বীরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
বীরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া কালু সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল ইসলাম ওই এলাকার সাবেরুল ইসলামের ছেলে।
বীরগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে প্রবল বর্ষণের সময় বাড়ির পাশে জাল দিয়ে মাছ ধরতে যান বাবুল ইসলাম। এ সময় বজ্রপাত হলে আহত হয়ে মাটিতে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন