- সারাদেশ
- জয়পুরহাটে বৃদ্ধকে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৭ লাখ টাকা ডাকাতি
জয়পুরহাটে বৃদ্ধকে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৭ লাখ টাকা ডাকাতি

জয়পুরহাটের কালাইয়ে অশিতিপর এক বৃদ্ধকে অস্ত্রের মুখে জিম্মি করে তার বাড়ির সিন্দুক থেকে ৭ লাখ ৭০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার মাত্রাই বাজারের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, ৯০ বছর বয়সী বৃদ্ধ মোফাজ্জল হোসেন তালুকদার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বাস করছেন। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে মোফাজ্জল তাহাজ্জুদের নামাজ আদায় করতে ওঠেন। ওজু করে ঘরে ঢুকতে গেলে পিছন থেকে অস্ত্রসহ মুখোশধারী ৫/৬ জন ব্যক্তি তার গলায় ছুরি ধরে তার কাছ থেকে সিন্দুকের চাবি নিয়ে ৭ লাখ ৭০ হাজার টাকা বের করে নিয়ে চলে যায়।
বৃদ্ধের নাতী লায়নর তালুকদার বলেন, 'দুর্বৃত্তরা অবশ্যই পরিচিত হবেন। সিন্দুকে টাকা আছে এমন বিষয় নিকটতম লোকজন ছাড়া কেউই জানার কথা নয়। দাদা ওই টাকাগুলো ছেলেদের ভাগ করে দেওয়ার জন্য জমিয়েছিলেন। এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।'
কালাই থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
মন্তব্য করুন