খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু আর্চবিশপ মজেস কস্তা আর নেই। 

সোমবার সকাল সোয়া ৯টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মজেস কস্তা চট্টগ্রাম মেট্রোপলিটন আচর্ডায়োসিসের আর্চবিশপ ছিলেন। নগরীর পাথরঘাটায় রাণী জপমালা গির্জায় আর্চবিশপ হাউজে তিনি থাকতেন।

রাণী জপমালা গির্জার ফাদার লেনার্ড রিবারু জানান, মজেস কস্তার জন্ম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিভাগে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু ছিলেন।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ আর্চ বিশপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে আর্চবিশপের মৃত্যু হয়েছে। চারদিন আগে দুই দফায় ব্রেইন স্ট্রোক হয় তার। আর্চবিশপকে সমাহিত করার বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।