সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এসএম আমজাদ হোসেন (৬৫) করোনায় আক্রান্ত ছিলেন। গত ৮ জুলাই বেলা দশটার দিকে করোনা উপসর্গ নিয়ে সাবেক ওই স্বাস্থ্যকর্মী সাতক্ষীরা মেডিকেল কলেজের করোনা ইউনিটে মারা যান। রোববার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

আমজাদ হোসেনের পুত্র মোহাম্মদ উল্লাহ অভিযোগ করে বলেন, তার পিতা করোনার উপসর্গ নিয়ে ভর্তিও পর কোনো চিকিৎসক তার কাছে যাননি। তিনি জানান, তার বাবা স্বাস্থ্য বিভাগের কর্মী হিসেবে চাকরি জীবনে অসংখ্য চিকিৎসক ও চিকিৎসক সহকারীর উপকার করেছেন। কিন্তু করোনা উপসর্গ দেখা দেয়ার পর কেউ তার পাশে থাকেনি। এমনকি করোনা আক্রান্ত হতে পারে- এমন আতঙ্কে অনেক চিকিৎসক তার ধারেপাশে যাননি বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগ প্রসঙ্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বলেন, করোনা উপসর্গ নিয়ে ভর্তির পর তাকে সর্বাত্মত সহায়তা দেয়ার চেষ্টা করা হয়েছে।