নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশনের এক কিলোমিটার দূরে মাড়িয়া রেল গেটের পূর্ব পার্শ্বে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী  ও রেলওয়ের কি ম্যান আব্দুল হালিম জানান, সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ডাউন ম্যাংগো স্পেশাল ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত যুবক। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বাগাতিপাড়া থানার এস আই জাকির হোসেন জানান, ট্রেনে কাটা পরে ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার পরিচয় এখনও জানা যায়নি।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।