ঝিনাইদহে নতুন করে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে।

জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৮৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিণাকুন্ডুতে ১ জন, কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুরে ২ জন রয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪৭ জন, মারা গেছেন ১০ জন।