- সারাদেশ
- শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ করোনায় আক্রান্ত
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ করোনায় আক্রান্ত

অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা ফাইল ছবি
কিশোরগঞ্জের করোনা ডেডিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা. সজল কুমার সাহা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ ফল আসে।
কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. সজল কুমার সাহা বেশ কিছু দিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। এর আগে দুইবার তার নমুনার পরীক্ষার ফর নেগেটিভ আসে। গত ১০ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ জুলাই আবারও তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার তার করোনা পজিটিভ ফল আসে।
এর আগে গত ৬ জুলাই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ও শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোহসীনের করোনা শনাক্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষসহ এ পর্যন্ত মোট ১৬ জন এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মধ্যে পাঁচজন সহকারী অধ্যাপক, তিনজন চিকিৎসক, দুইজন নার্স, একজন টেকনোলজিস্ট এবং তিনজন আউটসোর্সিং স্টাফ রয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ৫শ’ শয্যার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়।
মন্তব্য করুন