চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় পাহাড় থেকে ঝর্ণায় পড়ে সাইফুর রহমান মুন্না নামে এক যুবক মারা গেছেন। মুন্না চট্টগ্রামের হাটহাজারী কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চবির নির্মাণাধীন নতুন কলা অনুষদের পেছনের ঝর্ণায় এ দুর্ঘটনা ঘটে। 

মুন্নাদের পাহাড়ে সবজির বাগান রয়েছে। সেখান থেকে ফেরার পথে ঝর্ণার পাশ দিয়ে আসার সময় পা পিছলে র্ঝনায় পড়ে যান তিনি।

হাটহাজারী ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মো. আবু জাফর বলেন, আমাদের চার সদস্যের একটি ডুবুরি টিম টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে ঝর্ণা থেকে মুন্নার মরদেহ উদ্ধার করে।

চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, ‘চবির পাহাড়ে কয়েকজন বহিরাগত যুবক ঝর্ণার দিকে যায়। তাদের একজন ঝর্ণায় পড়ে নিখোঁজ হয়। আমাদের নিরাপত্তা দফতর ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ বিভাগের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী র্ঝনায় পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।