- সারাদেশ
- মোটরসাইকেলের ৫শ’ মিটার দূরে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ
মোটরসাইকেলের ৫শ’ মিটার দূরে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ
আশরাফ আলী
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আশরাফ আলী (৫২) নামে এক আম ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম খটশিংগা বাজারের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আশরাফ কোষারানীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের মৃত কালু মোহাম্মদের ছেলে। রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে পুলিশ কিছু বলতে পারছে না।
নিহতের পরিবার জানায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে আশরাফ আলী পীরগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর ফেরেননি। পরে রাতেই আশরাফকে খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযোগ করে ছোট ছেলে অন্তর পীরগঞ্জ থানায় সাধারণ ডাইরি (জিডি) করেন। এরপর সোমবাররসকালে গোগর-ফকিরগঞ্জ পাকা সড়কের খটশিংগা বাজারের পাশে ভুট্টা স্তুপে তার লাশ পাওয়া যায়।
নিহতের ছোট ভাই জাহিরুল জানান, সন্ধ্যা ৭টার দিকে স্ত্রী সোহাগী আশরাফ আলীকে ফোন দেন। কিন্তু রিং বাজলেও আশরাফ আলী ধরেননি। সন্ধ্যা সাড়ে ৭ টার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
হাজিপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, রোববার রাত ১টার দিকে গোগর-ফকিরগঞ্জ পাকা সড়কের খটশিংগা বাজারের কাছে একটি ১২৫ সিসি লাল রঙের ডিসকভার মোটরসাইকেল পরিত্যাক্ত অবস্থায় আছে বলে বাজারের এক নৈশ্য প্রহরী আমাকে ফোনে জানায়। বিষয়টি আমি ওসিকে জানাই। যে স্থানে মোটরসাইকেলটি পাওয়া যায় সেখান থেকে প্রায় ৫শ’ মিটার দূরে আম ব্যবসায়ী আশরাফের লাশ পাওয়া যায় সোমবার সকালে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তার কানে ও চোখে ক্ষত চিহ্ন আছে।
মন্তব্য করুন