চট্টগ্রাম চোরাই মোবাইল সেটের মূল আইএমইআই, প্যাটার্ন ও ফ্লাশ পরিবর্তন করার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরের রিয়াজুদ্দিন বাজার তামাকুমন্ডি লেনের হাসিনা হক মার্কেটের সেল টেকনোলজির মালিক আহসান হাবীবকে (২৪) গ্রেফতার করা হয়। সেল টেকনোলজিতে অভিযান চালিয়ে ২টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্ধ করা হয।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, জালিয়াতি করে মোবাইল সেটের আইএমইআই পরিবর্তন করার অপরাধে আহসান হাবীব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতির একটি মামলাও হয়েছে। সে নম্বও পরিবর্তন করে সেই ফোনগুলো নগেরর নামি-দামি শপিং সেন্টারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহসান হাবীব পুলিশকে জানান, মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তনের এ কাজে তিনি মূলত ইন্টারনেটভিত্তিক বিভিন্ন মোবাইল কোম্পানির সফটওয়্যার ব্যবহার করেন। 

হাবীব সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের আবুল কাশেমের সন্তান বলে জানিয়েছে পুলিশ।