নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামে সামছুন নাহার (৪৫) নামে গৃহবধূ নামাজ পড়ার সময় তাকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। এ সময় তার স্বামী সিরাজুল ইসলামকে (৫৫) আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। এই ঘটনায় রোববার রাতে সিরাজুলকে আসামি করে নিহতের ভাই হাসান মল্লিক থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, প্রায় ২৬ বছর আগে সিরাজুল ইসলামের সঙ্গে বিয়ে হয় সামছুন নাহারের। তাদের সংসারে ৩ ছেলে সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এক পর্যয়ে গত রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে বিকেলে ঘরের ভিতর আছরের নামাজ আদায় করার সময় সামছুন নাহারের মাথায় লাঠির আঘাত করে সিরাজুল। এ সময় তার মারপিটের কারণে ঘটনাস্থলেই মারা যায় গৃহবধূ। ঘটনা জানার পর গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।

নিহতের ভাই হাসান মল্লিক বলেন, আমার ভগ্নিপতি কারণে-অকারণে আমার বোনকে নির্যাতন করতো। তার দৃষ্টান্তমূলুক শাস্তির দাবি করছি। তবে এ ব্যাপারে সিরাজুলের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সিরাজুলকে আটক করা হয়েছে। তার তিন দিনের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা আজ (মঙ্গলবার)।