দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে গোসল করতে নেমে শাহীদুল ইসলাম নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আলোকডিহি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহীদুল ইসলাম আলোকডিহি ইউনিয়ন বেগপাড়া শহীদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে শাহীদুলসহ এলাকার কয়েক শিশু। এ সময় তারা পানির নিচে কে কতক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে পারে এই প্রতিযোগিতা শুরু করে। এ সময় পানির নিচ থেকে সবাই উঠে আসলেও শাহীদুল আর উঠে আসেনি। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার পর পানি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, বিকেলে পানি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।