রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রাজমিস্ত্রী মারা গেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর গুঁড়িপাড়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তারা।

নিহতরা হলেন, নগরীর হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকার মুনছের আলীর ছেলে মোহন আলী (৩০) ও নগরীর ছোট পুকুরিয়া মহল্লার আরজাদ আলীর ছেলে আহম্মদ আলী (২৫)।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার এসআই আব্বাস আলী জানান, সোমবার দুপুরে তারা উত্তর গুঁড়িপাড়ার একটি বাসার তিনতলার বেলকুনিতে গ্রিল লাগানোর কাজ করছিলেন। এমন সময় গ্রিলের সঙ্গে বিদ্যুতের মেইন লাইনের তার স্পর্শ হলে পুরো গ্রিল বিদ্যুতায়িত হয়ে যায়। তখন মোহন ও আহম্মদও গ্রিলের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।