- সারাদেশ
- চট্টগ্রামে ভুয়া ড্রাইভিং লাইন্সেস তৈরি করছেন ২ প্রতারক
চট্টগ্রামে ভুয়া ড্রাইভিং লাইন্সেস তৈরি করছেন ২ প্রতারক

চট্টগ্রাম বিআরটিএ কর্মকর্তার স্বাক্ষর জাল করে ও নকল সিল ব্যবহার করে ভুয়া ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্সের শিক্ষানবিশ কার্ড তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার তাদের দুই জনকে খুলশী থানায় হন্তান্তর করা হয়েছে। তারা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার বারুর দক্ষিণপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে মো. মনু মিয়া (৫৫) ও রাঙ্গুনিয়া উপজেলার রাজাপাড়া এলাকার কবির আহমদেও ছেলে মো. আবুল হাসেম (৪২)। তারা বিআরটিএ'র দালাল হিসেবে পরিচিত।
১২ জুলাই রাতে খুলশী থানাধীন ২ নম্বর গেইট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাবের পক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের কাছ থেকে তিনটি ভুয়া লাইসেন্স ও বিআরটি এর বিভিন্ন কর্মকর্তার নামে বানানো নকল সিল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, চট্টগ্রাম বিআরটিএ কর্মকর্তার স্বাক্ষর জাল করে ও নকল সিল ব্যবহার করে ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির জালিয়াতির সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনকে সোমবার খুলশী থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন