সিলেট জেলা ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যাকাণ্ডের জের ধরে আন্দোলনরত শ্রমিকদের দাবির মুখে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজলকে বদলি করা হয়েছে। সোমবার মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে পরিদর্শক খায়রুল ফজলকে গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়। 

শুক্রবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নগরীর বাবনা পয়েন্টস্থ সিতারা হোটেলের সামনে ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেলওয়ের তিন কর্মকর্তাসহ ১৩ জনের নাম উল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

প্রায় দুই মাস আগে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন শ্রমিক নেতা ইকবাল। এ কারণে শুক্রবার হত্যাকাণ্ডের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা দক্ষিণ সুরমা থানার ওসির অপসারণসহ তিন দফা দাবিতে  সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডীপুল এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। শনিবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি মানার আশ্বাস দেওয়া হলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

তবে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার বলেন, 'নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিদর্শক খায়রুল ফজলকে বদলি করা হয়েছে। একই সঙ্গে মোগলাবাজার থানায় ওসি আখতার হোসেনকে দক্ষিণ সুরমা থানার দায়িত্ব দেওয়া হয়েছে।' 

এদিকে পরিদর্শক আখতার হোসেনকে দক্ষিণ সুরমা থানায় বদলি করার পর পরিদর্শক সাহাবুল ইসলামকে মোগলাবাজার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সাহাবুল ইসলাম মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।