চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২২৫ জনের দেহে করোনা শনাক্ত হলো। অন্যদিকে সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ২৬ জন নতুন রোগীর বিষয়টি নিশ্চিত করে জানান, মোট শনাক্ত ২২৫ জনের মধ্যে ৯৩ জন সুস্থ হয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, করোনা ভাইরাস চাঁপাইনবাবগঞ্জে ২০ এপ্রিল প্রথম শনাক্তের পর গত ৮২ দিনে যেখানে ১৭৭ জন শনাক্ত হয়েছেন সেখানে মাত্র গত ৫ দিনে শনাক্ত হলেন ৭৬ জন। আর সর্বশেষ সোমবার আরও ২৬ জনের দেহে সংক্রামিত হলো ভাইরাসটি।

এদিকে করোনার উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে একজন বৃদ্ধ মারা গেছেন। মৃত বৃদ্ধ জেলার শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণপাড়া গ্রামের মো. এনামুল হক (৮০)। তার ব্যাক্তির জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট থাকায় তাকে করোনা ইউনিটে ভর্তির পর সোমবার সকালে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে রাত সোয়া আটটার দিকে ঐ ব্যাক্তি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান সম্বনয়ক ডা. নাহিদ ইসলাম মুন জানান, এনামুল হক সদর আধুনিক হাসপাতালে নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে গত শনিবার (১১ জুলাই) মেডিসিন বিভাগে ভর্তি হবার পর চিকিৎসকরা পরদিন রোববার (১২ জুলাই) করোনা ইউনিটে স্থানান্তর করেন। সেখানেই সোমবার তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মৃত ব্যাক্তিকে স্বাস্থ্য বিধি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।