- সারাদেশ
- ফরিদপুরে চাঁদাবাজি মামলায় দুই আ.লীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার
ফরিদপুরে চাঁদাবাজি মামলায় দুই আ.লীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

প্রতীকী ছবি
ফরিদপুরে একটি চাঁদাবাজি মামলায় দুই আ.লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিএনবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই আওয়ামী লীগ নেতা হলেন, ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আবু (৪৫) এবং সাংগঠনিক সম্পাদক মো. খায়রুজ্জামান (৫৪)।
ডিক্রিরচর ইউনিয়নের বাসিন্দা আবুল হাসেম ফকির নামে এক ব্যাক্তির দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরডাঙ্গী গ্রাম থেকে রোববার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল।
একই সময় ডিবি পুলিশ ওই এলাকা থেকে অপর একটি মামলার আসামি লিটন শেখ, মেহেদী হাসান ও মোরাদ মোল্লাকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বর মাসে ডিগ্রিচর ইউনিয়নের গ্রাম আদালত ভাংচুর ও ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুকে হত্যা প্রচেষ্টা মামলা রয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মো. শহিদুল ইসলাম জানান, দুটি মামলায় গ্রেপ্তার হওয়া আ.লীগ নেতাসহ ওই পাঁচ ব্যাক্তিকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, পরে আসামিদের রিমান্ডের আবেদন জানানো হবে।
মন্তব্য করুন