- সারাদেশ
- কলমাকান্দায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার
কলমাকান্দায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার কলমাকান্দায় পাহাড়ি ঢলে নিখোঁজের ১৫ ঘণ্টা পর পুতুল ঘাগ্রা (৫৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লেংঙ্গুরায় পাহাড়ি গণেশ্বরী নদীর হাজং পাড়া নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুতুল ঘাগ্রা উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামের জিনি রিছিলের ছেলে।
সোমবার ফুলবাড়ী হাজংপাড়ার এক দোকান থেকে পণ্য কিনে রওনা দেন পুতুল ঘাগ্রার। বাড়ি যাওয়ার পথে নদীর তীরে পৌঁছানোমাত্রই তিনি পাহাড়ি ঢলে তলিয়ে যান। এরপর নদীর ওই স্থানসহ আশপাশে স্থানীয়রা উদ্ধারে তৎপরতা চালায়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লেংঙ্গুরায় পাহাড়ি গণেশ্বরী নদীর হাজং পাড়া নামক স্থানে পুতুল ঘাগ্রার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এ ব্যাপারে লেঙ্গুরা ইউপির সদস্য মো. আনোয়ার পাশা সমকালকে জানান, স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ পুতুল ঘাগ্রার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন