রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- রংপুর নগরীর চব্বিশ হাজারীর মো. নজরুল ইসলাম (৪৫), সেন্ট্রাল রোডের গোলাম মোস্তফা (৬০) ও গুপ্তপাড়ার রিয়াজুল জলিল (৬৫)।

রংপুর জেলা করোনা কো-অর্ডিনেটর ডা. শাইখুল সুজা জানান, গুপ্তপাড়ার রিয়াজুল জলিলের শরীরের করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই তার নমুনা নেওয়া হয়। বুধবার তিনি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন এবং সেদিনই তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস, হৃদরোগে ভুগছিলেন। অপরদিকে গত ৮ জুলাই নজরুল ইসলাম ও ১২ জুলাই গোলাম মোস্তফা করোনায় আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। নজরুল ইসলাম ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও গোলাম মোস্তফা হৃদরোগসহ উচ্চ রক্তচাপে ভুগছিলেন। নজরুল ইসলাম বুধবার রাতে ও গোলাম মোস্তফা বৃহস্পতিবার দুপুরে মারা যান। 

তিনি বলেন, এনিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।