কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। তারা দু’জনই আপন ভাই। শুক্রবার রাত দেড়টার দিকে টেকনাফের চকবাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা আমানুল ইসলাম ওরফে ফারুক (৩৭) এবং তার ভাই আজাদুল হক (২৩)। 

পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ীরা চট্টগ্রামের চন্দনাইশ এলাকা থেকে টেকনাফে মাদক সংগ্রহ করতে এসে আটক হন। পরে দুই ভাইকে নিয়ে ইয়াবা উদ্ধার অভিযানে গেলে তাদের সহযোগীরা পুলিশের উপর এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে পুলিশের এএসআই মাজাহার, কনস্টেবল দ্বীন ইসলাম ও আমজাদ গুলিবিদ্ধ হন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। পরে অস্ত্রধারীরা পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ ওই দু’জনকে উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মাদক বিরোধী অভিযানে গোলাগুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা দুই ভাই। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় তৈরি এলজি, ১১ রাউন্ড কার্তুজ, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।