কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীসহ আরও চারজন মারা গেছেন। এদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে একজন, আইসিইউতে দুইজন এবং আইসোলেশন ওয়ার্ডে একজন চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফাতেমা কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা ছিলেন। আইসিইউ ও আইসোলেশন ওয়ার্ডে মারা যান কুমিল্লার শুভরামপুর এলাকার শামছুজ্জামান (৫০), টমছম ব্রিজ এলাকার মমতাজ বেগম (৫৩) ও মুরাদনগর উপজেলার জসিম উদ্দিন (৫৯)। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কুমিল্লায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৬৫ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৭১২ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৮ জন।