- সারাদেশ
- কালিয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
কালিয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নড়াইলের কালিয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শের আলী বিশ্বাস (৩৫) নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে শের আলীকে তার মির্জাপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মাসুম বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, শের আলী পাঁচ-ছয় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকেই তার দৃষ্টি পড়ে প্রতিবেশীর সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়ের দিকে। তিনি ওই মেয়েটির পরিবারকে নানাভাবে সহযোগিতার আড়ালে তার সঙ্গে প্রেমের অভিনয় শুরু করেন। একপর্যায়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই-তিন মাস ধরে ধর্ষণ করে আসছিলেন শের আলী। বৃহস্পতিবার ওই ছাত্রীর পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে কালিয়া থানায় জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শের আলীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষিতা কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।
মন্তব্য করুন