- সারাদেশ
- চাঁদপুরে আরও ৪০ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে আরও ৪০ জনের করোনা শনাক্ত
-samakal-5f11774537719.jpg)
চাঁদপুর জেলায় আরও ৪০ জনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৪২২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
শুক্রবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার জেলায় ১২৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৪০ জন পজিটিভ আর ৮৪ জনের নেগেটিভ রিপোর্ট আসে। নতুন শনাক্ত ৪০ জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাইমচরে ৪ জন, মতলব
দক্ষিণে ৬ জন, ফরিদগঞ্জে ৫ জন, হাজীগঞ্জে ১ জন, শাহরাস্তিতে ৪ জন রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ৭৯১ জন। আর মৃত্যু হয়েছে ৬৭ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৫৪৩, হাইমচরে ১১০, মতলব উত্তরে ৯৩, মতলব দক্ষিণে ১৬৫, ফরিদগঞ্জে ১৭১, হাজীগঞ্জে ১৩৫, কচুয়া ৫৯ ও শাহরাস্তি ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৭ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
মন্তব্য করুন