নাটোরের লালপুরে নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই নিয়ে উপজেলায় চারজন মেডিকেল স্টাফসহ মোট ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত  হলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৩০ জন। 

শুক্রবার দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মীর সন্তান, একজন কর্মচারী, গ্রিনভ্যালি পার্কের এক কর্মচারী, একজন ছাত্র ও রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুইজন কর্মচারীসহ আরও দু'জন নতুন করে আক্রান্ত হয়েছেন।  

ডা. আমিনুল আরও জানান, গত ১৪ জুলাই ৭১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৬ জনের রিপোর্ট এসেছে, যাদের ৯ জনের করোনা পজিটিভ এলো। 

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখা ও বাড়ি লকডাউন করা হয়েছে।