যশোর শহরের বারান্দিপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলাউদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে।

আলাউদ্দিন নিজেও মাদকাসক্ত ছিলেন এবং কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মালোপাড়া এলাকায় মেহগনি বাগানের ভেতরে কয়েক যুবক আলাউদ্দিনকে ধাওয়া করে ধরে তার বুকে ছুরিকাঘাত করে। পরে লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতের বাবা শুকুর আলী জানান, কুসঙ্গে পড়ে সে মাদকাসক্ত হয়ে পাঁচ বছর আগে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তার সঙ্গে বাড়ির কারও যোগাযোগ ছিল না। ১৫ দিন আগে সে জেল থেকে ছাড়া পায় বলে তিনি শুনেছেন। আজ তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে এসেছেন।

কারও সঙ্গে শত্রুতা ছিল কি-না কিংবা এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে, সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটি উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে।