- সারাদেশ
- টঙ্গীতে বিয়ের প্রতিশ্রুতিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আটক ১
টঙ্গীতে বিয়ের প্রতিশ্রুতিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আটক ১

প্রতীকী ছবি
টঙ্গীতে ১৪ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জিহাদ হাসান রাফিকে (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত রাফি গাজীপুর জেলার মির্জাপুর এলাকার হান্নান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাফি হিমারদিঘী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কিশোরী তার প্রতিবেশী ছিলো। প্রতিবেশী হওয়ায় রাফি প্রায়ই তাদের বাসায় যাওয়া আসা করতো রাফি। গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বিয়ের প্রতিশ্রুতিতে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন রাফি। পরে কিশোরীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। এর পাঁচ মাস পর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। অন্তঃসত্ত্বা কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মামলা হয়েছে এবং অভিযুক্ত জিহাদ হাসান রাফিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন